আজ থেকে শুরু
        মাধ্যমিকের পরীক্ষা,
        পিতা মাতা গুরুজন;
        দিয়েছেন যত শিক্ষা–
        সেসব নিয়েই শত
        প্রশ্ন হবে যত তত,
        উত্তর লিখতে পারবে যে
        পাশ করবে পরীক্ষা- সে।

        গর্বে উঁচু হোক মাথা,
        আলোকিত হোক মুখ,
        হাসি মুখে পিতা মাতা
        ভুলে যাক সব দুখ!
        ছেলে মেয়ে বড় হোক
        স্বপ্ন যত পূর্ণ হোক,
        ধন্য হোক দেশ- জাতি,
        দূর হোক কালো রাতি।

        সবার জন্য শুভেচ্ছা
        রইলো শুভ কামনা,
        সুস্থ দেহে শেষ হোক
        পরীক্ষার সু-ব্যঞ্জনা।।
-------------------------------------
০৩/০২/২০২০🖋️      
#কোভিড_১৯ কালে লিখা... (অবশ্য তখনো আমাদের দেশে করোনা'র আক্রমণ ঘটেনি। কিন্তু পুরো দেশে অস্থিরতা বিরাজ করছিলো।)