আঁধারে মাঠের বুকে একলা বসে দেখি
    জোনাকি নিঝুম কোণে মিটিমিটি জ্বলে,
    পাথরাজ নিরবে ব'য়— গাছে নড়ে পাখি
    নদীর নরম স্রোত মনে যায় খেলে।।
    হ্যাজাকের আলো জ্বেলে কেউ হেঁটে চলে
    বোয়াল-জাপানি-রুই— ছোট-বড় মাছ!
    ভোরের আলোতে পাখি মিষ্টি কথা বলে,
    সকালে সতেজ মনে শুরু হয় কাজ।।

    ব্রীজের পুবের দিকে চলে কেনা বেচা,
    সকালে বাজার জাগে কত কিছু দেখি!
    গ্রামের মানুষ আনে সবজি ভরা খাঁচা,
    গাজর, টমেটো, লাউ— পটল, বরবটি...
    পাথরাজ নদী বুকে জেগে থাকে হাট,
    দূরের- কাছের লোক- রাখি হাতে হাত।।
----------------------------------------
০১/১১/২০২০🖋️                
রূপসী বাংলা- ১২ থেকে ০৫

অক্ষরবৃত্ত ছন্দ (পয়ার)
৮(৬+২) + ৬ = ১৪ মাত্রা।
পর্ব সংখ্যা- ২