ওই বাড়িটা ছিলো এক কুটুমবাড়ি; তোমারও–
কাকতালীয়ভাবে দ্যাখা হলো আমাদের,
জেগে ছিলো রাত্রি চাঁদের অনন্য আলো নিয়ে,
সেখানেই পরিচয় এবং প্রেম,
দুটি হৃদয়ের লেনদেন হলো ধীরে ধীরে।
ধীরে ধীরে হাত ধরে চলেছিও অনেকটা পথ,
শিখেছি প্রেম তোমারই কাছে প্রথম–
নদীর ধারে সাদাবক, শালবাগানে বাহারী পাখি
এবং প্রকৃতির রঙ দেখতে দেখতে।
ওই বাড়িতেই একরাতে হঠাৎ ডেকে পাঠালে!
সে রাতেও জ্যোৎস্না ছিল ভীষণ; অসহ্য–
তুমি আসো নি, শুধু নির্ঘুম অপেক্ষায় থেকে
রূপোলী ভোরের আলোয় হাতে পেলাম
একটুকরো কাগজ–
"স্বপ্ন ভেঙ্গে খানখান, ভুলে যেও".....
আমার স্বপ্নগুলিও বুকফাটা চিৎকারে
অকালেই হারালো।
দুঃখীত, তোমার কথা রাখতে পারি নি-
পরিচয়ের সেই চাঁদনী রাতটা বছর ঘুরে এলেই,
ছুটে যাই ওই কুটুমবাড়ি;
যদি অতি- কাকতালীয়তায় আবারো
মুখোমুখি হই– মুখে কেউ কিছু বলবো না,
মনে মনে দু'জনে ওজন দেব শুধু–
খানখান হওয়া স্বপ্নগুলোর কষ্ট, হাহাকার।
তুমি না হয় নাই বা কাঁদলে,
চোখের জল মুছতে মুছতে ফিরে আসবো,
হয়তো তারপরও তোমাকে ভুলতে পারবো না।
------------------------------------------
০৯/০৭/২০১৭🖋️