আচমকা দেখে থমকে দাঁড়ালাম
ভাবলাম তুমি; চোখদুটো আবার নির্দিষ্ট করলাম
দেখলাম, অবিকল তুমি অথচ তুমি নও---

আমি বোকা হয়ে গেলাম আবার
তার চাহনিটাও তোমারই মতো
ক্ষত করে গেলো বুকের ভেতরটা

দোল খেয়ে গেলো যে হাসি ঠোটের কোনায়
আমায় বুঝিয়ে দিলো তার বিদ্যুৎ গতিতে
তোমাতে কতটা পাগল ছিলাম!

বহুদিন তো হয়ে গেলো
বলো, তবু কেনো মাঝে মাঝে ভুল করে ফেলি?
বলি- এই বুঝি তুমি, ঐ বুঝি তুমি; হারানো প্রেম।
------------------------------------------
২১/০৫/২০১৮🖋️