জীবন কবিতার মতো সুন্দর নয়;
নয় জ্যোৎস্নার মতো স্নিগ্ধ,
এ জীবন নয় ফুলের পাপড়ি কিংবা
প্রজাপতির রঙিন ডানার মতো কোমল।
জীবন! সে তো জোয়ার-ভাটার মতো
কিংবা মরিচিকার মতো চকচকে,
আহা জীবন! যেন ঢাল-তলোয়ার,
লড়ে লড়ে বাঁচো; নচেৎ ক্ষতবিক্ষত।
ভেবে দেখো; এ জীবন পড়ে আছে
যুদ্ধের খোলা মাঠে– অস্ত্র-শস্ত্রসহ
কিংবা নিরস্ত্র হয়ে একা একা!
পক্ষে বিপক্ষে যত মুখ-ই থাকুক
চেনা-জানা-অচেনা কিংবা ভীষণ প্রিয়!
অস্তিত্বের লড়াইয়ে কেউ কারো নয়
তাই নিজেরটা নিজেই বুঝে নিতে হয়।
তবে স্নেহ-মায়ামমতা, প্রেম-প্রীতি কিংবা
মানবিকতা বিবর্জিত মস্তিষ্কে কোন জীবন
কখনো সফল হতে পারে না।
অস্তিত্বের লড়াইয়ে সযত্নে মেপে মেপে
ফেলতে হয় প্রত্যেক কদম– মনে রেখো;
অহংকারীর অস্তিত্ব নিমিষেই বিলীন হয়,
যেমন চোরাবালিতে পড়ে যাওয়া প্রত্যেকেই
হারিয়ে ফেলে নিজস্ব শক্তি।
___________________
১১/০৪/২০২৩🖋️
উৎসর্গঃ Murad Hossen RoNy