জীবনকে সংজ্ঞায়িত করা মুশকিল–
কখনো তা জোয়ার-ভাটা কিংবা বাউণ্ডুলে;
ঝড়ো বাতাসে উড়ে বেড়ানো শুকনো পাতা
                  কিংবা ছেড়া কবিতার মতো।

নিগুঢ় সত্য কথা কিংবা হিসেব এই যে;
কিছু কিছু জীবন জোয়ারে ভাসে যতক্ষণ,
তার চেয়ে ঢের গুন বেশি নিমজ্জিত হতে থাকে
                        ভাটা ও নিয়তির খেলায়।

চাঁদের মতো সুন্দরও ভাবা যায় জীবনকে,
সেই চাঁদেরও যে আছে অমাবস্যা আর পূর্ণিমা!

তবে জীবন শান্তিপ্রিয়, আনন্দপ্রিয়, মায়াবী!
অথচ যুদ্ধের মাঠে অবিরত থাকে নিয়োজিত–
সংসার, প্রেম, মায়া, অস্তিত্ব কিংবা ক্ষমতার যুদ্ধ!
কেউ মারে, কেউ মরে, কেউ মরতে মরতে বাঁচে,
কেউ বেঁচে থেকেও স্বস্তি পেতে মৃত্যু খোঁজে!
                             আহা! জীবন, বিচিত্র!

কত্ত কিছু যে ঘিরে থাকে জীবনকে!
জীবনেরও স্বপ্ন, লক্ষ্য-উদ্দেশ্য হাজার রকম!
সবকিছু ব্যতিরেকে দিন শেষে প্রত্যেক জীবন
এক পায়ে দাঁড়িয়ে থাকা তাল গাছের মতো
                          একা; চরম একা...।
তবুও জীবনের জন্য জীবনের বড্ড মায়া।
_____________________
০১/১২/২০২৩🖋️