দৃষ্টির সামনে আসো নি কখনো
      জানি না, চিনিও না তোমায়,
      কোথায় থাকো, কি বা করো
      বসবাস কোন যে ঠিকানায়?

     কেমন করে হলো পরিচয়?-
     ভাবছি, আসছে না মনে।
     এ কোন দরদে বাঁধলে আমায়!
     ভাবি দিবানিশি আনমনে।

     বিরহে কিংবা জীবনের বৈরী স্রোতে
     নিরব রাত্রির স্নিগ্ধ বুকে, নিস্তব্ধতাতে
     একা একা যখন দেখি আকাশের দিকে-
     খসে পড়ে কোন তারা আকাশ থেকে,
     জীবনের হিসেব কষে যেতে যেতে
     বুক ভিজে যায় চোখের শ্রাবণ ধারাতে-
     বিশ্বাস করো- তখন, যেনো শুনতে পাই
     "বলছো, 'ছোটোন, তো আছি রে ভাই।'"

     সেই থেকে আবার নতুন করে
     দেখে যাই বেঁচে থাকার স্বপ্ন,
     কবিতার ছন্দে, জীবনানন্দে
     ভুলে থাকি স্মৃতির বিধুরা লগ্ন।।

     কথা দাও- 'তুমি থাকবে কি-
     বোন হয়ে, মা হয়ে, বন্ধু হয়ে?'
     যাতনায় পোড়া কালো হৃদয়টা-
     'রাখবে কি মমতায় জড়িয়ে??
----------------------------------------
২৯/১২/২০১৭🖋️            
উৎসর্গঃ বুজান (আল্পনা)