মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে ছুড়ে ফেলি-
সব নেটওয়ার্কের বাইরে।
সমগ্র পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, যখন
আমার ছোট মেয়েটার কথা মনে পড়ে।।
যাকে এই পৃথিবীতে আনতে
করতে হয়েছে অনেক সাধনা; দু'হাত তুলে
কেঁদেছি কত শত বার রাহিমের দরবারে!
তার থেকে শত শত মাইল দূরে এ অভাগা
আজ জীবীকার তাগিদে আছে পড়ে।।
কী আছে এই জীবনের সার্থকতা?
যখন দেখতে পাই না সোনামনির মুখের হাসি,
হামাগুড়ি দিয়ে উঠোন পাড়ি দেওয়া,
একটু একটু করে বেড়ে উঠা, থই থই খেলা,
শুনতেও পাই না তার আধো আধো কণ্ঠে
কথার ফুলছড়ি।।
তাকে এক নজর দেখার জন্য ছটফট করে
এ হৃদয়– আমি বড় হতভাগা, চোখের কোণে
লোনা জল মুছে ফেলি– প্রতিটি মুহূর্ত
জ্বলি চেনা যন্ত্রণায়; আর পারি না ভাবতে,
হয়ে যাই যেন নিশ্চল।।
------------------------------------------
২৮/১২/২০১৩🖋️
বসুন্দিয়া মোড়, যশোর।