বেশ ক' দিন হয়ে গেলো–
      বাড়ি থেকে শত শত মাইল দূরে
      দাউদকান্দি'র গোমিতী নদীর তীরে  
      কাজী ফার্মস গ্রুপের এক ফিড মিলে
      ('গজারিয়া ফিড মিল' নামে পরিচিত)
                        কর্মে ব্যস্ততায় আছি পড়ে।

      প্রতিদিন মুঠোফোনে কথা হয়–
                                 মা-বাবার সাথে,
      আমার স্ত্রী, ভাই-বোন, ছোট্ট মেয়েটা
      কেউ বাদ থাকেনা, সবাই জানতে চায়,
      'কেমন আছি? কি খেয়েছি? থাকা খাওয়ার
      সুবিধা কেমন– কোন কষ্ট হচ্ছে না তো?'
                                 –ইত্যাদি, ইত্যাদি।

      সব কিছুর চুল-ছেঁড়া বর্ণনা দেওয়ার পর
      জানতে চাই, 'তোমরা কেমন আছো?'
      প্রত্যুত্তরে সুরেস্বরে বলে, 'ভালো আছি।'
      এই 'ভালো'টা কেমন যেন ঠেকে!
                 বিশ্বাস– ওরা কেউ ভালে নেই।

      যখন ছোট্ট মেয়েটা 'বাবা, বাবা' বলে
      বাড়ির ওলি গলি ছুটে– তখন!
      সবাই আমার অনুপস্থিতি অনুভব করে,
      দীর্ঘশ্বাস ছাড়ে বুকের গভীর থেকে,
      যার দৈর্ঘ্য আকাশটা অনায়সে ভেদ করে,
                 আসলে; ওরা ভালো কেউ নেই।
-------------------------------------------
০৪/০২/২০১৪🖋️         ❝🕖🎤🕝❞☣️

(দূর দ্যাশে বসে- ১২)