দুটো পাখি জ্ঞান- দৃষ্টিতে নির্ঘুম,
খুঁজেছিলো দু'জন দু'জনাকে।
পথ শেষে আবার শুরু হয়েছিলো
অন্তহীন পথের পর নতুন পথ;
বহু আলোকবর্ষ ধরে শিশির বিন্দুতে
সূর্যের হাসি দেখে আর গোধূলি শেষে
সন্ধ্যার সামিয়ানা গায়ে মেখে
ক্লান্ত দেহে নীড়ে ফিরতো তারা
ব্যর্থতার তিল তিল জ্বলুনি নিয়ে–
'খুঁজে কি পাবো না তাকে!
এ ধরায় আসার আগে স্বর্গের হাটে
যে ছিলো আমার জীবন সঙ্গিনী,
আঁধার পথে আলো দেখানো সাথী-
হে ঈশ্বর, খুঁজে কি পাবো না তাকে?"
একই প্রশ্ন, একই চাওয়া, একই কারণে
দু'জনেরই অপেক্ষা এবং দুজনেরই
একই আর্জি দুজনেরই স্রষ্টার কাছে-
দুজনে যেন এক হতে পারে এই মর্ত্যলোকে।
অবেশেষে ঈশ্বরের দয়া হলো;
প্রসন্নচিত্তে প্রথম ধাপের খেলার সমাপ্তি-
পাখি দুটো খুঁজে পেলো দুজন দুজনাকে,
দু'জনের অপেক্ষা আর ক্লান্তি হলো দূর...
অপেক্ষার পালা শেষে এখন-
বহু আলোকবর্ষ একসাথে থাকুক তারা,
জ্যোৎস্না মেখে মেখে একসাথে গুণুক
আকাশের তারা, একসাথে দেখুক
শিশির ফোটায় সকালের সূর্যের হাসি,
গোধূলি দেখতে দেখতে সন্ধ্যার মতো
সুখে থাকুক দুজনে; একাত্মা হয়ে-
এটুকুই কামনা রইলো তাদের জন্য।
-----------------------------------------
২২/১০/২০২০🖋️
উৎসর্গঃ Shibasish Biswas দাদা এবং বৌদিমনি।