নতুন ব্রীজটা আর ক'টা দিন পর
         প্রাণ পাবে প্রবল গতিতে, তার ব্যস্ততার
                               থাকবে না কোন শেষ;
         রাত দিন আর দিন রাত-
         এপারের জানমাল ওপারে আর
         ওপারের জানমাল এপারে আনা-নেয়া
                            চলতে থাকবে অবিশ্রাম।
         হয়তো পাশে পুরনো ব্রীজটাও থাকবে
         বিশেষ প্রয়োজনে কেউ কেউ চলবে
         তার জীর্ণশীর্ণ বুকের উপর দিয়ে।
         তারপর! কালের বাতাসে ধীরে ধীরে
                       খসে যাবে তার হাড় মাংস!

         এভাবেই নিশ্চিহ্ন হয়ে যাবে প্রিয় ব্রীজটা,
         যার উপর দিয়ে দক্ষিণের মানুষ আসতো
         বোদা উপজেলায়, বাজারে আবার
                           কাজ শেষে ফিরে যেতো,
         এখানকার মানুষও বাইরে যেতো
         নানান কাজে–ফিরেও আসতো
                                 তারই উপর দিয়ে।।

         আমি-আমরাও থাকবো না,
         লোকমুখে চলবে তার স্মৃতিকথা-
         এখানে একটা ছোট ব্রীজ ছিলো
                                 বহু বহুদিন আগে!
         সেই স্মৃতির সাক্ষী হিসেবে
         যুগযুগ লোকমুখে ভেসে বেড়ানোর
         প্রবল আকাঙ্খা আমারও ভিতর বাহিরে।
--------------------------------------------
২৯/০৩/২০১৯ 🖋️