তুমি জানো না; আমিও তোমাকে জানাই নি,
আজও মন খারাপ হলে- তোমার আমার
প্রিয় পাথরাজ কলেজের পশ্চিমে
ভাঙ্গার পাড়ে পড়ন্ত বিকেলে বসে একা একা
শুকিয়ে যাওয়া ছোট্ট নদীটার দিকে
অপলোক চেয়ে থাকি; শুধু তোমার
অতীতের কথাই ভাবি।
আর তুমি বলছো- আমি নাকি
খুব বদলে গেছি!
ওগো বন্ধু আমার- তুমিই বদলে গেছো,
বরষার কদম ফুলের মতো ঝরে গেছে
তোমার সতেজ সহজাত স্বভাব-
এ যে আমার একান্ত ভাবনা।
দুজনে দুজনকে করি শুধু শুধু দোষারোপ!
অহেতুক নয় কি দুজনার এই রীতিনীতি?
এসো না বন্ধু; মিলনে মেটাই সব দ্বন্দ্ব,
ভুলে যাই যতসব মান-অভিমান।
জানো? বন্ধুত্বের বন্ধন ছিড়ে বিপুল
ঐশ্বর্যের মাঝেও কেউ-ই হয় না সুখী;
ভবপারের কোন রংমহলে।।
---------------------------------------
২৯/০৬/২০১৯🖋️