বই পড়তে গিয়ে দেখি-
কিছুই পড়া হয় নি আমার,
বিশ্বসাহিত্য নয়; আপন দেশের সাহিত্য–
সাগরের এক পেয়ালা জলও পারিনি
গ্রহণ করতে এখনো।
নজরুল, রবিঠাকুর, জসীমউদ্দীন, জীবনানন্দ
সুফিয়া কামাল, সুকান্ত, শামসুর রাহমান–
আরও কত শত বিখ্যাত কবি সাহিত্যিক
রেখে গেছেন কত রহস্য পাতায় পাতায়!
নির্মলেন্দু গুণ, অসীম সাহা, রুদ্র গোস্বামী,
হেলাল হাফিজ এখনো যাচ্ছেন লিখে–
হুমায়ুন আহমেদ, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ,
সুনীল, আল মাহমুদ'ও রেখে যাননি কম।
আরও কত নাম জানা-অজানা সাহিত্য স্রষ্টার–
সৃষ্টিতে এখনো পড়েই নি চোখের দৃষ্টি!
রোজ রোজ জন্ম নিচ্ছে আরও কত জন,
নতুন নতুন কত যে 'সৃষ্টি' পাতায় পাতায়
হচ্ছে প্রসব– কতটুকুই বা জানি!
শুধু এক জীবন নয়, শত জীবনেও
এ স্বাদ হবে না পূরণ, আমি– অফুরন্ত
সময়ের পৃথিবীতে সময়ের অভাবে জর্জরিত,
জীবীকার তাগিদে ছুটন্ত ট্রেন,
পরিবারের জন্য বিশাল ছাতা এবং
এক বটবৃক্ষ!
আমার উপর শুধু ভার বহনের দায়,
অফুরন্ত সময়ের পৃথিবীতে একখন্ড সময়ের
অভাবে জর্জরিত– বই পড়তে গিয়ে দেখি
কিছুই পড়া হয় নি আমার।
-----------------------------------------
০৫/০৯/২০১৯🖋️