শত্রুরা দখল করেছে শহর
নিরস্ত্র মানুষেরা ছেড়ে গেছে বাড়ি ঘর,
ছুটেছে মা; দুধের শিশুর মুখ চেপে ধরে–
ছুটেছে গন্তব্যহীন বন্দরে,
নির্বিচারে চালালো গুলি শত্রুসেনা
লাশের উপর লাশ পড়লো, রক্তের বন্যা–
ওদের ছিলো ভারী অস্ত্র, গোলা-বারুদ,
নিরস্ত্র বাঙালি স্বাধীনতার নেশায় উন্মুখ।
স্বাধীনতার শপথ নিয়ে বীর বাঙালি,
ঘর ছেড়ে বন-জঙ্গলে, অলি-গলি–
অস্ত্র চালার কৌশল রপ্ত করে
দেশের জন্য যুদ্ধে নামে বেঁচে-মরে।
নয় মাসের যুদ্ধে কত যোগ বিয়োগ!
আকাশে-বাতাসে, মাটিতে-নদীতে
রাতদিন শুধু শোক।
অবশেষে খচিত হলো একটি মানচিত্র
বিশ্ব অবাক– দেখলো বাঙালির বীরত্ব।
---------------------------------------------
০৬/১২/২০২০🖋️
একটি বাংলাদেশ- ১৬ থেকে ৬