বাঁচতে গিয়ে স্বপ্ন গুলো বেঁচে দিয়েছি
মরন পথে হেঁটেছি– যত ঔষধ খেয়েছি,
সুখের দেখা পেতে ঘুম নিখোঁজ– বহুকাল,
সঞ্চয় করতে গিয়ে জীবনটাই বেসামাল।।

আপন কথা ভাবতে গিয়ে চলে গেছে সময়,
রাখি নি খোঁজ; কত দ্রুত হচ্ছে আয়ুর ক্ষয়,
আজকের দিন না ফুরাতে কালকেরটা ভাবি,
জীবন যুদ্ধের খেলায় কত নতুন নকশা আঁকি!

বেলা শেষে যখন উঁচিয়ে ধরলাম আরশি–
সোনামোড়া যৌবন কবেই হয়েছে বাসি!
কত কিছু করলাম! তবু কিছুই আমার নয়,
সব কিছু রেখে দিয়ে পৃথিবী জানাবে বিদায়।
___________________
২৬/১১/২০২১🖋️