হেমন্ত শিশিরে ভেজা ক্ষেতের ফসল
সোনালী ধানের ক্ষেত স্নিগ্ধতায় হাসে,
ফজর নামাজ বাদে কৃষকের দল
হাতে হাতে কাস্তে নিয়ে ধান কাটতে আসে।
বাড়লে সূর্যের কিরণ কৃষাণী মায়েরা;
ঘরের সকল কাজ ফেলে আসে মাঠে–
স্বস্তির ফোয়ারা ছুটে, হাসে কৃষকেরা,
আ'লে বসে কিছুক্ষণ; ফের চলে কাস্তে।
নবান্ন পেয়ে সকলে দুঃখ যায় ভুলে,
ঘরে ঘরে গোলা ভরে সোনা ভরা ধানে
সবার মনে আনন্দ, শত স্বপ্ন দুলে,
কৃষক-কৃষানী খাটে সমানে সমানে।।
প্রতিবছর এভাবে হেমন্ত-নবান্ন
নিয়ে যায় দুঃখ-কথা; দিয়ে সুখানন্দ।।
-------------------------------------
০৩/১১/২০২০🖋️
রূপসী বাংলা'- ১২ থেকে ০২
অক্ষরবৃত্ত ছন্দঃ
৮+৬= ১৪ মাত্রা (দুই পর্ব) / পয়ার।