অনেক কষ্ট বুকে চাপা দিয়ে
কেউ কেউ অনেক ভালো থাকে,
আবার ভালো থাকার নিখুঁত ও সুক্ষ্ম
অভিনয় করে করে হাঁপিয়েও উঠে।
তবু সব কিছু অন্তরালে রেখে কেউ
নির্জন কোনো জায়গায় যখন বসে–
শান্ত নদীর বুকে দেখে জলের ঢেউ,
শোনে; দূর হতে পাখির গান ভেসে আসে,
—সংজ্ঞাহীন ভালো লাগায় হাসে হৃদয়,
কেউ যেন সুখের কথা বলে পাশে বসে।
মাঝে মাঝে নির্জনতাও যে এতো
ভালো লাগে, এতো সুখ দিতে পারে!
সুখী মানুষেরা পুরোপুরি তা জানে না–
যারা জানে; তাদের দলে আছি ভিড়ে।
______________________
১২/০৯/২০১৪🖋️
বাউশিয়ার চর, গজারিয়া, মুন্সিগঞ্জ, ঢাকা।
(দূর দ্যাশে বসে- ৯/ শেষ কবিতা)