আমাদের সুস্বাস্থ্য আমাদের হাতেই....
আমাদের জীবিকাও আমাদের হাতেই....।
পেটেতে না পড়লে খাবার; সব ছারখার-
পেটের জন্যই মানুষের যত তোলপাড়।।
না থাকলে খাবার লকড ডাউন, শাটডাউন,
মৃত্যু; কোনো কিছুই হবে না যে কাউন্ট।
স্বাস্থ্য বিধি মেনে চলি; অন্যকেউ মানতে বলি
বাঁচতে চাইলে সবাই মিলে নিয়ম মেনে চলি,
নিয়ম মেনেই যাবো কাজে; ফিরবো নিয়ম মেনে
নিয়মের কথা জাগ্রত থাকুক সবার মনে প্রাণে।।
নিয়ম মেনে চললেই হেরে যাবে 'করোনা',
অ-নিয়মে চললে মানুষ জয়ী কভু হবে না।।
______________
২৮/০৬/২০২১🖋️