প্রত্যেকটি সিগারেটের ধোঁয়ার সাথে;
প্রত্যেক টানে টানে–
ঝলসে যাচ্ছে ফুসফুস, কমে যায় আয়ু।
জানি এবং সবই বুঝি; তবুও সেচ্ছায়
ধীরে ধীরে এগিয়ে যাই অকালে জম-দুয়ারে,
ভালো লাগে সিগারেটের ধোঁয়া ছাড়তে—
ফুসফুসে জমা করি নিকোটিন।
অভিশপ্ত বেকারত্বের ছোবলে নীল হতে থাকি
প্রতিমুহূর্তে, হতাশার কালো শকুনের দৃষ্টিতে
পুড়ে যায় বোবা হৃদয়, যন্ত্রণার হাঙ্গর
করে যায় ক্ষতবিক্ষত বিবেকের উঠোনটাকে।
নিকোটিন করুক সব দখল– সারারাত জেগে
সস্তার নিকোটিনে ডুবে থাকুক চেতনা,
চোখের সামনে ঘুরে বেড়ায় প্রেম; অথচ-
প্রেম ধরাছোঁয়ার বাইরে; আলোকবর্ষের দূরত্ব!
যাযাবর হতেও ইচ্ছে করে কিংবা পাগল–
যাযাবর অথবা পাগল জীবনও সুখের হয়...।
হ্যাঁ, যাযাবরের জীবন-ই ভালো,
দিকবিদিকশুন্য পাগলের জীবন-ই ভালো,
নিকোটিনে ডুবে ধোঁয়ার সাথে ক্ষয়ে ক্ষয়ে
যত দ্রুত শেষ হওয়া যায়,
বিষাদে ভরা এই পৃথিবী ছেড়ে সময়ের আগেই
যত দ্রুত হারিয়ে যাওয়া যায়; ততই ভালো–
সরাসরি আত্মহত্যা যে মহাপাপ,
যদিও নিকোটিন সে পথেই ঠেলে দেয়।
_______________________
০৫/১১/২০১৩🖋