আজ ভুল করে কেউ প্রশ্ন করো না,
সহজাত স্বভাবে বলে ফেলবো–
'ভালো আছি', মিথ্যে যে বলতে চাই না।

আজ আমি ভীষণ ব্যথিত
আকাশের মেঘমালার মতো
                      শুধু ক্ষত-বিক্ষত।

সমুদ্রের বুক থেকে উঠে আসা
নাম না জানা কোন এক ঝড়
গুড়িয়ে দিয়েছে সকল আশা।

আজ আমি চৈত্রের রোদে পোড়া মাটি
ঝলসে গেছে মন ঘরের পরিপাটি,
শুভ্র স্বপ্নেরও সবটুকু সময় নয় যে খাঁটি।

চলি তবু সহজ সরল পথ দেখে দেখে–
পৃথিবী নিজেই প্রত্যেক জীবনের জন্য
বক্র, বন্ধুর পথ রেখেছে যে এঁকে!

শত সাবধানের পরও হোঁচট খাই বারবার
'আমি ভালো আছি' বলতে চাই না আর,
সত্যটাই যেন উগলে বেরোয় এবার–

সব বিষ হজম করে; ভালো থাকা ভালো নয়,
চলার পথে সময়ের স্রোতে পারলে বুঝে নিও
এ যেন নিজের সাথে টক্কর বাজি আর অভিনয়।
----------------------------
০৮/০৮/২০২০🖋️