জলদি নে; ঐ আসছে তুফান,
        জলদি নে; ভিজবে গোটা ধান!

        মরার বৈশাখ
        আসে খাড়ার ওপর ঘা নিয়া,
        উড়ে নেয় টিনের চাল,
        ফেলে দেয় মাঠের ধান– বড্ড নিদয়া।

        মাথার উপর ঐ
        কালা আসমান, কেমন করে হাসে!
        নিঠুর বৈশাখ শুনে না হায়
        অভাগার আর্তি, সময়ে অসময়ে আসে।
------------------------
১৮/০৪/২০২১🖋️