সময় ভেঙে ভেঙে এখনো আসছে
                            কিছু কিছু যানবাহন,
বাসস্টপ-এ ব্রেক কষে থামতেই–
হুড়মুড় করে নামে নারী-পুরুষ,
                     অধিকাংশই তরুণ-তরুণী।

ঈদুল আজহার নামাজ বিতে গেছে,
তবুও তাদের চোখেমুখে স্বস্তির ছাপ,
যেন যুদ্ধ জয়ের পর তৃপ্তির ঢেকুর
সবার দৃষ্টিতে, হাসিতে লেপে আছে।

সবার ঘাড়ে-পিঠে, হাতে ঝুলানো ব্যাগ–
                                   আহা! নাড়ির টান,
শত বন্ধুর পথ করে ফেলে আলগা–
এইসব ঢাল-তলোয়ার বিহীন যোদ্ধাদের
প্রাণঢালা অভিনন্দন– ঈদ মোবারক,
                                         ঈদ মোবারক।।
____________________
১০/০৭/২০২২🖋️