জানি না কেন বারবার
           ফিরে আসি শূন্যে
           শূন্য থেকে আরো নিচে;
           যত চেষ্টা করি নিজেকে নতুন রূপে
           দাঁড় করাতে- তত যেনো ;
                       হারিয়ে ফেলি ছন্দ।

           কোন সূত্রে এ জীবন চলে?
           কেন পারি না সেই সূত্রের
           মূলোৎপাটন করতে?
           ব্যর্থতা যেনো রক্তে বাসা বেঁধে
                       নিয়েছে পরম মমতায়।

           তবে কী! এভাবেই চলে যাবে
           আয়ুষ্কাল ধুঁকে ধুঁকে?
           না কি বেলা শেষে দেখা দিবে
                          কোন এক নতুন সূর্য?

           আবছা আবছা লাগে সব কিছুই
           আহা জীবন! তোর রং
                    বড্ড অচেনাই রয়ে গেলো।
_________________________
০৫/১১/২০১৮🖋️