মা-মাটি-জন্মভূমি, একটি দেশ, একটি পতাকা,
একটি মানচিত্রের প্রেমে যারা পাগলের মতো
ছুটেছিলো মৃত্যুর মুখে হানাদারদের নির্দয়
                           বুলেটের বিরুদ্ধে,
পাড়ি দিয়েছিলো সাগর-নদী, বন-জঙ্গল,
নয়টি মাস লড়ে– বেঁচে-মরে এনেছিলো বিজয়,
তাঁদেরই জানি বীর মুক্তিযোদ্ধা বলে এবং
      শ্রদ্ধার শ্রেষ্ঠ আসনে রেখেছি তাঁদেরই।

যে মা পেছন থেকে দিয়েছিলো অথৈ সাহস–
বিধবা হওয়ার কষ্ট ভুলতে চেয়েছিলো
                   বিজয় পতাকা অঙ্গে জড়িয়ে,
যে বাবা-ভাই দিয়েছিলো ঘর ছাড়ার হুকুম–
'যুদ্ধে যা, বিজয় পতাকা নিয়েই ফিরবি ঘরে,
যে বোন-ভাবী বলেছিলো, 'সম্ভ্রম হারানোর
                               দুঃখ ভুলে যাবো–
যদি স্বাধীনতা এনে দিতে পারিস, শত্রুদের
নিশ্চিহ্ন করে দিতে পারিস– না পারলে
                              ঘরে ফিরবি না।'
যে প্রেমিকা উভয় দিয়েছিলো, 'যাও জোয়ান,
যুদ্ধে যাও– আমি হারাবো না কোনোদিনও,
কেয়ামত পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো,
                     যুদ্ধে জিতে জলদি ফেরো–
কী ভীষণ আশ্চর্য! ভুল করেও ভাবি-ই না
তাদের অবদান– তারাও তো মুক্তিযোদ্ধা,
                                    নয় কি?
_______________________
১৩/১২/২০২০🖋️                  
একটি বাংলাদেশ -১৬ থেকে ১৩