সহযোদ্ধাদের দেহ বুলেটের আঘাতে
                            নিথর হয়ে পড়ে আছে–
     ডানে-বামে, সামনে-পেছনে লাশ আর লাশ,
     দিনের আলো কিংবা গভীর রাত–
     লাশের উপর হামাগুড়ি দিয়ে তবুও
                    এগিয়ে চলে মুক্তিকামী সেনা।

     শত্রুসেনারা গ্রাম পুড়িয়ে দিয়েছে,
     শহরকেও নিয়েছে নিজেদের আয়ত্তে,
     ধরে নিয়ে গেছে মা-বোন, মেয়ে-নব বঁধুকে,
     সম্ভ্রমও লুট করেছে, বাদ রাখে নি মালামাল,
     পঙ্গু বাবাও বাঁচে নি, বিধবা হয়েছে মা,
                        প্রতিবন্ধী শিশুও পায় নি রক্ষা।

     মৃত্যু দেখেও মৃত্যুকে ভুলে তুমুল যুদ্ধ–
     মাটির প্রেমে আত্মহারা প্রাণের আত্মদান,
                                আহা, দেশ প্রেম!
     যা হারালো তা ফিরিয়ে না পেলেও;
     চাই-ই বদলা, চাই-ই শত্রুদের হটানো,
     চাই-ই বিজয়, একটি পতাকা, মানচিত্র–
                              স্বাধীন বাংলাদেশ।
--------------------------------------------
০৮/১২/২০২০🖋️        
একটি বাংলাদেশ- ১৬ থেকে ৮