মৃত্যুস্নানে অস্থির ধরা কী ভীষণ শান্ত!
         মৃত দেহ লুফে নিতে হয়ে গেছে ক্লান্ত।
              মৃত্যুস্নানে রোজ শুচি হচ্ছে ধরা,
                     পৃথিবীকে অবাক করে দিয়েছে
                             'করোনা'র অদৃশ্য ধারা।

নববর্ষ! পারলে এসে দেখো ঘরে ঘরে–
    ক্ষুধা, রোগ আর মৃত্যুর মহামারী তে
        তোমার বন্দনা নেই আজ কারো অন্তরে।

হে নব নববর্ষ, মৃত্যুস্নানে এবার তুমিও ম্লান–
   শিশুরা কোমল মনে; মনে রাখে তোমার কথা,
      অথচ; তাদের চোখেও এবার অশ্রু বহমান।

তবুও আগামীর শুভ কামনায়
     চেয়ে আছি জানালার ফাঁক দিয়ে–
          দেখি; কে যেনো কাঁদিয়ে চলে যায়!
ধরণী মুক্তি পাক, হেসে উঠুক সব ক্ষুধার্ত চোখ,
মানুষ ফিরে পাক নব-শক্তি; আজ যা শোক।
---------------------------------------------
১লা বৈশাখ, ১৪২৭🖋️ ১৪/০৪/২০২০🖋️
#কোভিড_১৯ কালে লিখা