একশত নয়, হাজারও নয়,
লক্ষ বা কোটি বছরও নয়; এমন কি
হাজার হাজার আলোক বর্ষও নয়,
বাঁচতে চাই–
এই পৃথিবীটা যতদিন থাকবে।
–পাগল বলোনা;
ইচ্ছাটা পাগলামো নয় ।
আমি বাঁচতে চাই শেখার জন্য,
বাঁচতে চাই জানার জন্য আর
স্রষ্টার সৃষ্টি উপভোগ করার জন্য।
মনেপ্রাণে বিশ্বাস করি–
পৃথিবীটা সুখ আর অসুখের
সংমিশ্রণে গড়া এক অলৌকিক জগত্,
এখানেই খুঁজলে খুঁজে পেতে পারি
ঈশ্বর আর ঈশ্বরের অভিপ্রায়.....।
ঈশ্বরকে না চিনে, ঈশ্বরকে না জেনে;
ওপারে গিয়ে তার পরিচয় কি করে পাবো?
--------------------------------------
১৬/০৯/২০১৩🖋️