রোদে ঝলসে গিয়ে
প্রত্যেক লোমকূপ থেকে
বেরিয়ে আসা ঘন ঘাম নিয়ে,
অথবা বৃষ্টির জলে ভিজে ভিজে
স্যাঁতস্যাঁতে কিংবা ফুলে উঠা দেহ নিয়ে,
প্রবল শীতে জড়সড়– হাড়ের থরথর
কাঁপুনি নিয়ে
ঝড়-বাতাসের বুক চিড়ে,
রুক্ষ–বন্ধুর প্রকৃতি দু'পায়ে কচলে
জীবিকার তাগিদে প্রতিদিন ছুটতে গিয়ে
অসাড় হয় দেহ খানি।
ক্লান্তি আসে সমগ্র শরীর জুড়ে;
যেমন ফসলের ক্ষেত ডুবে অন্ধকারে,
তবুও মন হয় না ক্লান্ত
ছুটে চলে সে স্বপ্নের সহস্র বন্দরে,
নিয়নের লাল-নীল, সবুজ-হলুদ আলোও
জাগিয়ে রাখতে পারে না ব্যস্ত শহরকে–
তবুও মনের চোখে ছুঁইতে পারেনা ঘুম!
সে থামতে চায় না একদণ্ড।
-----------------------------------------
১৪/০৭/২০১৮🖋️