ওরা ক্ষমতার লোভে সিদ্ধান্তে অটল;
রাজপথে ভাইয়ের বুকে পুলিশের বুলেট,
বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়া
                         নয় বছরের ছোট ভাই–
ক্রসফায়ারের শিকার হয়ে হাসপাতালে,
ঔষুধ কিনতে গিয়ে বাবা আর ফিরেনি;
পেট্রোল বোমার আঘাতে অগ্নিদগ্ধ হয়ে
ছয় মাসের অন্তস্বত্তা বোনটাও বাঁচলো না।

আজও অকালে স্বামী-সন্তান হারিয়ে
                    অনেক মা কাঁদে অবিরত,
ভাই কাঁদে আদরের বোনের জন্যে,
বোনও কাঁদে ভাই হারা শোকে।

২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর
একাত্তরের সকল শহীদ স্মরণে
রাত বারটা এক মিনিটে ফুল দিয়ে আসি
                          শহীদ মিনারের বেদীতে।
বুঝতে চাইনা শহীদদের প্রতি রক্তকণা
আমরাই বৃথা করে ফেলেছি।

তবুও বলি মহান বিজয় দিবস অমর হোক।
--------------------------------------------
১৬/১২/২০১৩🖋️