অল্প দিনেই ভীষণ শখের টিয়ে পাখিটা
পোষ মেনেছিলো– সবার সাথে ভীষণ ভাব;
হেসেখেলে ওঠাবসা, কত আনন্দ সবার মাঝে!
মানুষেরই তো বুলি শিখতে শিখতে
ম্যালা দিন লাগে,
অথচ; সে অল্পদিনেই বুলি ধরেছিল,
তাস আর হাসীব আদর করে সে পাখিটার
নাম রেখেছিলো 'বন্ধু'।
'বন্ধু' যেদিন প্রথম মা বলে মোহনাকে
ডেকে ছিলো– তাস আর হাসীব সেদিন
বার বার ফোনে বিরক্ত করেছিলো আমাকে,
জানো বাবাই–
'বন্ধু' আজ আম্মুকে 'মা' বলে ডেকে ছিলো!
তুমি এসে শুনে যাওনা একবার, প্লিজ এসো',
ফোনেই বুঝতে পেরেছি তাদের উচ্ছ্বাস,
আমার বরাতে সে সুযোগ মিলে নি–
'বন্ধু', সারাদিন মোহনার পায়ে পায়ে চলতো,
তার বুকের উপর বসে খেতো আদর,
তাস'-এর পড়ার টেবিলে বসে পড়া শুনতো,
হাসীবের সাথে ঝগড়াঝাটি চলতো খুব,
বাবার কাছে কিনে নিতো ডাল-পুরি,
আমার ঘাড়ে বসে আমার মুখের খাবার
বের করে খেতো।
'বন্ধু' আচানক পাড়ি দিলো এ জগৎ,
২০২১ সনের প্রথম দিন– আমার বাড়িটা
ভরে গেলো বিষাদে গাঢ় ভাটায়; বন্ধু এখন
শুধুই ফ্রেমে বাঁধা স্মৃতি।।
_______________________
০২/০১/২০২১🖋️