যতই এসেছি মানুষের কাছাকাছি
               যতই চিনেছি মানুষের রূপ–
আমি ততই মানুষ থেকে দূরে চলে গেছি!

তবে আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে
                    কিছু মানুষ! যাঁরা মানুষ–
পেয়ালা ভরা ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে!

ভালোবাসা ও শ্রদ্ধাও জন্মেছে মানুষেরই জন্য,
আবার মানুষ চিনে চিনে খুব ঘৃণাও ঝরেছে!
আমি ভীষণ অবাকও হই, যখন দেখি–
মানুষে মানুষে পার্থিব পার্থক্য ঢের বেড়েছে!

আজ মেকি মানুষের সংখ্যাই বেশি
তাদের ভীড়ে যখন পাই কাঙ্ক্ষিত একজন,
               আমি চারদিকে ছড়িয়ে দেই খুশি
'মানুষ আছে, মানুষ আছে' চিৎকারে মাতোয়ারা মন।
___________________
০৬/০৩/২০২২🖋️