তেমাথায় শীত-ভোরে চুলো জ্বলে উঠে
      মাটির হাঁড়িতে তৈরী মিঠে ভাঁপা পিঠা,
      কুয়াশা আবৃত গাছে পাখি সব জাগে,
      শিশিরে প্রভাত ফেরি- হাতে বই খাতা।।
      গায়ের বুড়োরা বসে উষ্ণ চুলো পাড়ে—
      ফোঁকলা দাঁতের হাসি- পিঠা আর গল্প,
      হেমন্তের শেষে শীত— পৌছে সব ঘরে,
      কাঁপুনি ঝাঁকুনি তবু, শীত যে সম্ভ্রান্ত।।

      শোকেসে গুছানো শাল বের হয় দ্রুত—
      মায়ের গায়ের গন্ধ মিশে আছে তাতে,
      হিমেল বাতাস যত— কাঁপাতে যে ব্যর্থ;
      শীতের সকালে সেটা গায়ে নিলে সেঁটে।
      গ্রামীণ বাংলার বুকে দেখি যত কিছু
      মায়ের মুখের মতো লাগে সব কিছু।।
------------------------------------------
০৭/১১/২০২০🖋️                      
রূপসী বাংলা' -১২  থেকে ১২
অক্ষরবৃত্ত ছন্দ (পয়ার) ৮(৬+২) + ৬ = ১৪ মাত্রা। পর্ব সংখ্যা- ২।