অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা জীবনেরই এক ধর্ম;
পরাধীনতার লৌহ-শিকলে কেন থাকবে বাঁধা কর্ম?
তুমি যদি স্বাধীনতা পাও, আমি কেন তা পাবো না?
হুকুমের তাবেদার হয়ে কেন গাইবো তোমার বন্দনা?
যে ক্ষমতার জোরে করেছো দখল আমার বাড়ি-ঘর!
উচিৎ কথা বলতে গেলে অসহায়ের গালে মারো চড়।
দুর্বল হয়েও লাথি মারি আমি সে-ই ক্ষমতার গায়ে!
যা আছে আমার লড়ে যাবো প্রাণপণে তা-ই নিয়ে।
জানি জোর যার; মুল্লুক তার, বিশ্ব মোড়লও পাশে
বিশ্ব-বিবেকও চুপ করে রয় অত্যাচারীর সৃষ্ট ত্রাসে।
তাইতো দুর্বল হয়েও মেতেছি অস্তিত্বের লড়াইয়ে
আজ বাঁচা-মরার পরোয়া শপেছি নগ্ন দুই পায়ে।।
প্রতিবাদ-প্রতিরোধে যখনই নামি; বিশ্ব বলে সন্ত্রাস!
বিশ্ব চোখ অন্ধ হোক; যারা ভালোবেসে যায় ত্রাস।
যা আছে; তা নিয়েই লড়বো; যাবোনা কখনো নেমে,
মাতৃভূমির মুক্তির গানে সব প্রাণও যদি যায় থেমে।
একটাই চাওয়া– চাই স্বাধীনতা, দূর হোক দখলদার,
যুগে যুগে এই প্রতিবাদে নতুন কেউ আসবে আবার।
শান্ত হোক ধরা; দূর হোক লাশের গন্ধে ভারী বাতাস,
যবরদস্তে কাঁদে পৃথিবী; আর কত চাই তাজা লাশ!
পুরো প্যালেস্টাইন আজ তরতাজা আস্ত কবরস্থান!
মায়ের আঁচল আগলে রাখতে বিছিয়ে দিয়েছে প্রাণ।।
________________________
১৪/১০/২০২৩🖋️
উৎসর্গঃ স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের জন্য শুভ কামনায়.....