-এস আই তানভী
≈≈≈ ≈≈≈ ≈≈≈ ≈≈≈ ≈≈≈ ≈≈≈ ≈≈≈ ≈≈≈ ≈≈≈ ≈≈≈
অনেক কথা বলার আছে; না বলাটাই ভালো
আলোর মাঝে ঘাপটি মেরে বসে আছে কালো,
আপন কথা আপন মনেই লুকিয়ে থাকুক গোপনে–
আসা-যাওয়ার মাঝে যত মায়া; দুই দিনের জীবনে!
সবই কিন্তু অভিনয়, ঠিক পুতুল পুতুল খেলা
বাস্তবতা বুঝবে তখন; থাকবে না যখন বেলা।

সময় থাকতেও সবই বুঝি– না বোঝার ভান করি,
কত মায়া জড়িয়ে রাখে; তবু একলা দিবো পাড়ি!
ফের একলা থাকলে বিষন্নতা; ছেঁয়ে ধরে মন!
কারো ফেরার অপেক্ষায় পথপানে স্থির নয়ন!
মায়ার ভীড়ে থাকতেও মনে লাগে ভীষণ ভয়
আমার আমি একাকী আমার; আর করো নয়।।
_________________________
২৯/০৮/২০২৩🖋️