মানুষ হাসতে হাসতে মরে,
মানুষ কাঁদতে কাঁদতে বাঁচে,
মানুষ মরতে মরতে বাঁচে,
মানুষ বাঁচতে বাঁচতে মরে।।

মানুষ দুঃখ ভুলে পথ চলে,
অতীত থাকে মন-দেয়ালে আঁকা,
চলতে থাকে; পথ যতই হোক বাঁকা
গুনগুনিয়ে স্বপ্নের কথা বলে।।

মানুষ একটুতেই ভেঙে পড়ে;
মানুষ খাদের কিনার থেকে ফের
                                  ঘুরে দাঁড়ায়,
মানুষ মানুষের জন্য করে হায়! হায়!
মানুষ আমরণ শুধু মানুষের তরে।

মানুষ হয় মানুষের মৃত্যুর কারণ,
মানুষ লড়ে ফের মানুষেরই জন্য–
মানুষ হয় ঘৃণ্য, জঘন্য এবং ধন্য,
মানুষই বাঁচাতে পারে মানুষের জীবন।

তাইতো আমি মানুষ হয়েও সে-ই পথে
ছুটছি মানুষের পিছে পিছে মানুষই হতে।
_____________________
০৬/১০/২০২২🖋️