মানুষ আগুনের তৈরী নয়;
সে নিজেই আগুন।
অথচ; আগুন আবিষ্কার করতে
মানুষের লেগেছে অনেক অনেক দিন।
যেসব উপাদানে গঠনতন্ত্র সাজিয়ে
মানুষ নিজেই হয়েছে আগুন–
জেদ, রাগ, ক্রোধ, অহংবোধ,
হিংসা ও লোভ, প্রেম, প্রেম
এবং প্রেম অন্যতম।
প্রত্যেক মানুষের মাঝেই রয়েছে
সেই আগুন– যা অদৃশ্য,
তাপ ও গন্ধহীন এবং ক্ষমতাও
অনেক রয়েছে বটে।
তবে যার আগুন অন্যের জন্য
ধ্বংসাত্মক, ক্ষতিকারক না হয়,
এই পৃথিবীর বুকে কারো থেকে
বের করে না আনে কোন দীর্ঘশ্বাস–
তাকে নির্দ্ধিধায় 'মানুষ' বলতে পারি।
নচেৎ- মানুষকে 'মানুষ' বলতে
মনে বড় সংশয় হয়।
-------------------------------------------
৩০/০১/২০২০🖋️