শুধু বেঁচে থাকার জন্য আসিনি
এবং আসিনি ধুঁকে ধুঁকে মরার জন্যেও
                          এসেছি যুদ্ধ করতে–
যুদ্ধ করে পৃথিবীটাকে শান্ত ও সুখী করতে,
সকল প্রাণের বসবাসযোগ্য করে তুলতে।

ক্ষুধা, দারিদ্র, শত্রুমুক্ত এবং
মানবিক, সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসাময়
                   সুন্দর একটা পৃথিবী হোক
পরবর্তী প্রজন্মের প্রাপ্য'– এই শ্লোগান
অন্তরে গেঁথে; যুদ্ধে করতে হবে
                          এই পৃথিবীর বুকেই
এ যুদ্ধে থাকবে না কোন অস্ত্রের প্রদর্শনী–
মানবতার ভাষায় করবো সব জয়।
____________________
০১/০২/২০১৩🖋️ (বসুন্দিয়া মোড়, যশোর।)