তোদের বড় সাহস রে বাপু!
এই 'করোনা কাল'-এ যখন সমগ্র
পৃথিবী কাঁপছে থরথর, একটা ওষুধ
আবিষ্কারের জন্য যখন বিজ্ঞান
ক্লান্ত হয়ে হাঁটুতে মুখ লাগিয়ে কাঁদছে,
                             ভেঙে পড়েছে অর্থনীতি,
জীবন ও জীবিকার চাকা গুলোও
এই চলছে-এই চলছে না– তবুও মানুষ
বেঁচে থাকার জন্য ঘর থেকে বের হচ্ছে না;
নেহায়েত প্রয়োজনে সীমিত আকারে
বের হলেও চলছে দূরত্ব বজায় রেখে–
এক কথায় ঐশ্বরিক আহ্নিক গতি ছাড়া
মানুষের সব গতিতে দাঁড়ি, কমা,      
                         সেমিকোলনে পড়েছে ছেদ।

চারিদিকে শুধু অস্থিরতা, অনিশ্চয়তা,
অনাকাঙ্ক্ষিত মৃত্যু, হাহাকার–
এমন সময় সব কিছু তুচ্ছ করে/ভেবে
যে বেড়িয়ে আসে মায়ের পেট থেকে
তার চেয়ে নির্ভীক কে হতে পারে!?

এই অস্থির দুনিয়ায় তোকে স্বাগত,
স্বাগত জানানোর আগে সেই স্রষ্টার কাছে
শত শুকরিয়া– যে মহান স্রষ্টা আমাকে
             'মামা' হওয়ার বরাত করেছেন দান।
আলহামদুলিল্লাহ– আমি মামা হয়েছি।
------------------------------------------
১৬/০৭/২০২০🖋️            
(মামা হওয়ার আনন্দে লিখা কবিতা....)