এসো; খেটেখুটে বাঁচি কোনোমতে–

তরতর করে বেড়ে উঠুক
সব অট্টালিকা, কলকারখানা,
এগিয়ে যাক মহাসড়কের কাজ,
বৈশ্বিক উন্নয়নের ধারাবাহিকতায়
সাগর, নদী কিংবা সমুদ্রের দুই পাড়
                     রাতারাতি এক হয়ে যাক,
দ্রুত খালাস হো'ক জাহাজের মাল...
শ্রমীকের ঘামে ধোয়া সময়ে।

স্বপ্নগুলো বড় হো'ক তাদের–
যারা শ্রমিকদের খাটায়; রাতদিন।
তারা আপন সন্তানদের কথা ভেবে
কিনে ফেলুক অন্যের বিদ্যাপীঠ,
চিকিৎসালয়, বসতভিটা কিংবা দেশ।।

শ্রমিকদের সন্তানেরা এদেশেই মরুক,
শিখুক– ট'তে টাকাওয়ালা, প'তে পুঁজিবাদ,
                        ম'তে মালিক, শ'তে শ্রমিক।
এবং আমৃত্যু করে যাক কঠোর পরিশ্রম
আর বুঝে নিক খুব সহজে দিন আনা
দিন খাওয়া মানুষের কোনো রোগ-শোক
থাকতে নেই– যদিও মনের সুপ্ত করিডোরে
কিছু স্বপ্ন আর আশা লুকিয়ে থাকে,
                    থাকুক নিরবে, চোখের জলে।
________________
০১/০৫/২০২১🖋️
#মহান শ্রমিক দিবস' অমর হোক.....