কোন একদিন,
প্রেমে পড়েছিলাম– দুজনে,
হাত ধরে হেঁটেছিলাম শিশিরের উপর,
অবুঝ ঠোঁটের স্পর্শে,
একে অন্যের বুকে এঁকেছিলাম
প্রজাপতির রঙিন ডানা....।

প্রতিযোগিতা করে করে
বকুল কিংবা কদমের মালা গাঁথতাম
দু'জন দু'জনার জন্য–
তুমি বরাবর দ্রুত শেষ করো,
মালাগুলোও বেশ চমৎকার; আসলে
সুঁই-সুতোর কাজে আজও অনভস্ত্য আমি।

জানো, আজ তুমি নেই
হয়েছো সংসারী; বহুদিন ধরে,
আমিও নেই আপনার মাঝে,
স্মৃতিগুলো খামাখা রয়ে গেছে....

তোমার মনে পড়ে কি না কিংবা
কখনো ভাবো কী ভাবোনা– জানি না;
আমি বলি, চিরকাল বলবো– অবেলার
সেই অবুঝ প্রেমের কথা,
পরিবর্তন কিংবা অভিনয়ের তেপান্তরে
শত রঙিন বরাকের পিঠে ভেসে বেড়ালেও–
তা অবিস্মরণীয়, স্মৃতিতে অমর
ভুলা যায় না কখনো..........।
----------------------------------------
০৪/০৯/২০১৯🖋️