শুধু মৃত সময়টাতেই ভালো থাকি,
বাকী সময়! দৌড় আর দৌড়, জীবন দৌড়। পেটের দায়ে, প্রেমের স্রোতে, খ্যাতির টানে,
পরের তরে, নিজের তরে দৌড় আর দৌড়-
আলোর মাঝে অন্ধকারে, সবার মাঝেও একা।
মৃত সময়টাতেই ভালো থাকি!
বাকী সময়! হাফাতে থাকি ব্যস্ততায়, তবে জীবনানন্দে থাকে অনেকে; দুঃখের সময়!
কষ্টের রাতে, বিপদের সামনে আমি যেনো
একাই একশোতে একশো, হাজারেও একা।
ভুলের মাসুলও একাই দেই- অপমান,
লাঞ্ছনা, অপবাদ, ছি!ছি ধিক্কার
পাওয়ার বেলাতেও দেখি- আমি
যেনো একাই মানুষ! যাদের নিয়ে চললাম-
ফেরেশতা হয়ে অদৃশ্য থেকে যায় আগাগোড়া।
বিশ্বাস করো- ঐ মৃত সময়টাতেই ভালো থাকি,
খুব ভালো থাকি, কোনকিছুই ছুঁতে পারে না।
আফসোস! মৃত সময়টা শেষ হলেই
আবার শুরু হয় হিসেব নিকেশ,
সব সামলাতে হয় একা একা।
হায়রে জীবন! থেকেই গেলি একাকীত্বে মাঝে।
------------------------------------------
০৭/০১/২০১৯🖋️