মৃত্যুর সংখ্যা বাড়ছে দিনে দিনে,
        লাশ বহনে স্বেচ্ছাসেবীরা ক্লান্ত–
   জনসংখ্যা তবুও ঢের হাটে-বাজারে।

    মৃত্যুকেও আর ভয় করে না মানুষ–
                        ঐ পুলিশ ভ্যানের
        সাইরেনকে যতটা না ভয় করে!

এম্বুল্যান্স আর পুলিশ ভ্যানের সাইরেন
                প্রায় একই রকম হলেও–
     মানুষ রপ্ত করে ফেলেছে অনায়াসে;
             কোনটা পুলিশ ভ্যানের আর
       কোনটা এম্বুল্যান্স'-এর সাইরেন!

     অথচ বিধিনিষেধ তোয়াক্কা করে না,
    বিনা প্রয়োজনেও ঘরের বাইরে ঘুরে,
        তিন মাথার মোড়ে আড্ডা বসায়,
      শহরের অলিতে-গলিতে, ঘুপচিতে
            কিংবা একটু আড়ালে থেকেও
     মানুষ 'লকড ডাউন' উপভোগ করে।
_____________
০৯/০৭/২০২১🖋️