ভোর সকালে; আজ–
হিমেল বাতাসের শীতার্ত পরশ
গায়ে মেখে চেয়ে আছি পুব-আকাশে,
গাছের ফাঁক ফোঁকর থেকে ডেকে উঠে
নানান রকমের পাখি; সুমিষ্ট কূজনে
প্রকৃতির সবুজ নরম বুকে ঊষার আলো
                      হেসে হেসে দেখা দেয়।

মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ে,
অসংখ্য গাড়ির মাঝে হঠাৎ চোখে দেখি–
ক্লান্তি নিয়ে গতিতে নম্রতার ভাব ধরে আসা
                       একটি লাশবাহী গাড়ি!
আমাকে ক্রস করে চলে গেল; দূরে...।

মূহুর্তে-ই সকালের সৌন্দর্য ম্লান হয়,
কোমল কূজন কর্কশ বীণায় রূপান্তরিত,
ঊষার আলোকে মনে হয় ঘোর অমানিশা;
             ব্ল্যাকহোলের অকল্পনীয় কালো।
না জানি; কোন বাড়িতে কান্নার রোল পড়বে,
লাশ বাহী গাড়িটা পৌঁছার সাথে সাথে,
       না-কি; সারারাত কেঁদেছিল স্বজনেরা?

হঠাৎ একটি লাশবাহী গাড়ি
হৃদয়ের সব সুখানুভূতি কেড়ে নেয়;
                     অগত্যা হত্যা করে,
মুহূর্তেই গিলে ফেলে সব– গো-গ্রাসে।
________________________
১১/১১/২০২০🖋️