কথা'য় কথা বাড়ে শুধু
            বাড়ে অন্তরের জ্বালা,
      যে সইতে পারে; তার
            হৃদয়ে ঝুলে পুষ্পমালা।

      মুরুব্বি জনে কথা বলে বেশি
            সব কথা'য় থাকে না যৌক্তিকতা,
      তাদের সাথে প্রত্যুত্তরে মেতে
            সবে খামোখা প্রকাশ করি মূর্খতা।

      দুটো কথা সহ্য করে গেলে
            হবে না তেমন কোনো ক্ষতি,
      বরং বাঁধবে না কলহ- বিবাদ
            মনেও থাকবে সর্বদা শান্তি।

      একান্তে চোখ দুটো বুজে
            একটু ভেবে দেখো মন,
      কথা'য় কথা'য় জগৎ জুড়ে
            কত মনে চলছে কত দহন।

      তবে অন্যায় অনাচারের বিরদ্ধে
            প্রতিবাদ-প্রতিরোধে থাকিওনা চুপ,
      শ্লোগানে শ্লোগানে ঝরাও তেজি কথা,
            পারলে কথা'য় কথা'য় জ্বালাও
                          সর্বজনীন মঙ্গল ধূপ।।

      আবার নিশি প্রহরে চাঁদের সাথে
            কইতে পারলে সামান্য কিছু কথা–
      দেখবে; কমে যাবে বুকের ভিতর
            জমে থাকা অনেক অনেক ব্যথা।
-------------------------------------------
২৬/০৮/২০২০ 🖋️