করতোয়া নদী- বুকে কাব্য ভেসে উঠে
ছলাৎ ছলাৎ শব্দে ভেসে চলে নৌকা,
পানকৌড়ি বকের খেলা দেখি তার বুকে,
যতদূর যায় দৃষ্টি চিত্ত ছোঁয়া আঁকা।।
নৌকার উপর থেকে দৃষ্টি বহুদূরে–
দূরের এক শালবন দুলে হাওয়া চাপে,
ঢেউয়ের বুকে সূর্যের আলো খেলা করে,
হৃদয় বন্দরে সুখ ছোঁয়া উঠে ফুঁ'পে।।
ছোট ছোট ডিঙি নৌকা ভেসে চলে দ্রুত
কতো জেলে ধরে মাছ! জাল ছুড়ে জলে,
কেউ কেউ ডুব দিয়ে তুলে কষ্টি- শত,
দৃষ্টিতে জুড়ায় মন দুঃখ যায় জ্বলে।।
চাঁদনী রাতে চাঁদটা শুধু ঢেউয়ে ঢেউয়ে কাঁপে
জীবনের ক্লান্তি টুটে করতোয়া বুকে।।
-------------------------------------
২৯/১০/২০২০🖋️
রূপসী বাংলা- ১২ থেকে ০১
অক্ষরবৃত্ত ছন্দঃ
৮+৬= ১৪ মাত্রা (দুই পর্ব) / পয়ার।