দেখো; বিশ্বজুড়ে লাশ আর লাশ,
        বাতাসে স্বজনহারা বেদনা,
        তবুও মানুষকে কোনোমতেই
        ঘরে আটকে রাখা-ই যাচ্ছে না।

        কারণ তো সে-ই একটাই–
        সবারই রয়েছে পেটের জ্বালা,
        তাই তো মানুষ ছুটে চলে সমানে
        ভেঙে চুড়ে সব মৃত্যু-তালা।।

        'লকড ডাউন'এ  হতদরিদ্র মানুষেরা
        বড্ড বে-কায়দায়; জীবন বেসামাল,
        সরকারের তীব্র আন্তরিকতাতেও
        সবাই পায় না ত্রাণের মাল.........।

        বরাত যাদের থাকে ভালো
        ত্রাণ তালিকায় তারা অন্তর্ভুক্ত,
        কত শত জন ফিরে ব্যর্থ মনে;
        নয়ন জলে ভাসে, থাকে অভুক্ত।

        স্বজনপ্রীতির কথা বাদ রাখি কেমনে?
        আর মধ্যবিত্তরা সব 'কৈ' মাছের প্রাণ!
        বিষম নিরবতায় কাটায় দিন রাত;
        জানেও না কোনদিকে যায় কত ত্রাণ।।

        কার পেটে পড়ে ভাত, কে অনাহারে?
        সে-সবের হিসেব পায় না তো সরকার?
        সুযোগ বুঝে আবার তলে তলে চলে
        'মহা-হরি-বলে' শত লুটপাট-কারবার!

        বলো; এভাবে আর কতদিন?
        কতদিন থাকবো পেট চেপে রুদ্ধ?
        'তিনি'ই চাইলেই থাকবো-ই বেঁচে,
        হোক তবে 'করোনা'র সাথেই যুদ্ধ।।
______________________
২৮/০৬/২০২১🖋