আমার আমি'কে দেখি  অবাক নয়নে চেয়ে,
বদলাতে বদলাতে জীবন আয়ু গেল ফুরিয়ে,
কিছু হয়নি লাভ চারদিকে ভীষন কালো- ঘোর,
সমাজে আজ স্বার্থের ছোঁয়ায় জাগে ভোর।
ঝাঁঝালো দুপুর শান্ত কোকিলের গান শুনে শুনে,
অপলক দৃষ্টি জ্বলে বীভৎস শিরোনাম দহনে।

চেনা মুখ ও মুখোশ টেনে ধরে আবেগের সুতো,
মগজের ভাজে ভাজে সুঁইয়ের ব্যথা অনুভূত।
বিবেকের কাঠগোড়ায় জবাবদিহি চলে রাত দিন
মিলেনা হিসেব– জন্ম থেকে বহু ডালি ঋণ।

তবুও আহত এক  কবুতরের ডানায় উড়ে  
কল্পনার চোখে স্বপ্ন– ফিরবো তোমাদের ভীড়ে।
শকুনের চোখ গুলো দৃষ্টি হারা হয়ে রাত দিন
আফসোসের তরী বেয়ে গাইবে বেদনার বীণ।
-----------------------------------------
১৮/১০/২০২০🖋️