ঠিক তখন আমার চেয়ে সুখী কেউ নয়;
যখন কল্পনার রাজ্যে হেঁটে বেড়াই–
শালিকের পিছনে ছুটি, দোয়েলের শিস গুনি,
গর্ভবতী সোনালী ধানের ক্ষেতে গোধূলি বেলা
বাতাসের দোল খেলা দেখি।
ঠিক তখন আমার চেয়ে সুখী কেউ নয়;
যখন কাজের ফাঁকে ক্লান্ত শরীর নিয়ে
গাছের ছায়ার উপর বসি–
কল্পনায় শিশুদের হাসির শব্দ শুনি,
দিন শেষে ঘরে ফেরার স্বপ্ন দেখি এবং
বুঝতে পারি; কেউ না কেউ আমার জন্য
অধীর আগ্রহে পথ চেয়ে আছে!
আমি ভুলে যাই হৃদয়ের ক্ষত– তখন;
এই ঋণী জীবনের হিসেব ভুলে
হাজার বছর কারো না কারো জন্য
বাঁচার সাধ জাগে।
চেষ্টা করলে তুমিও কিংবা যে কেউ;
লুকিয়ে রেখে মনের ক্ষত, জীবনের
সব লেনাদেনার সব হিসেবনিকেশ ভুলে
এমন একটা কল্পিত পৃথিবীতে সুখানুভবে
অবলীলায় করতে পারে বিচরণ,
কল্প-পৃথিবীতে কেউই অসুখী হয় না।।
_____________________
১১/০৫/২০২৩🖋️