সর্ষের মাঝেই থাকে না-কি ভূত
তান্ত্রিক পায়না তাই জুত,
গোবর ভিড়ায় ফোটে পদ্মফুল–
জানি না আসল-নকল; ত্রিকুল।
কল্পকাহিনী কিংবা লোক কাহিনী–
ছোট থেকে সকলে জানি
বিষধর সাপিনী মাথায় রাখে মণি।।
কল্প-গল্প; সত্য-মিথ্যা যা-ই হোক
যদি না রাখি ইতিহাসে চোখ–
কেমনে খুলবে রহস্যের জট
জন্ম বৃথা; যদি না জানি কিঞ্চিৎ
মানব চরিত্রের চিত্রপট।
__________________
১৭/০১/২০২২🖋️