সে না কি আজও আমায় ভালোবাসে!
কথাটা যেন অকাল বর্ষার মেঘমালার মতো।

দেখি নি তাকে- এগারো বছর ধরে
স্মৃতিগুলো শুধু জেগে আছে হৃদ-ভবে।
জ্যোৎস্নাপ্লাবিত রাত- কোন এক বিশাল
আম গাছের তলে দু-জনে জীবনের
অনেক হিসেব কষেছিলাম,
ভাংগার পাড় আজীবন ভুলবো না– মনের
কথাগুলি ওখানেই বলেছিলাম- দুজনে
পরন্ত বিকেলে ঢেরসের ক্ষেতে মিষ্টি রোদে
পিঠ ঠেকিয়ে কিছুক্ষন- বাক্যহীন দুটি মন।

এক কুয়াশায় আবৃত সকালে আমার ঘরে
পাওয়া না পাওয়ার হিসেব চুকে ছিলাম-
জেনে ছিলাম প্রেম আর পৃথিবী কী,
একই ছাতার তলে রিমঝিম শব্দ আর
দুজনের প্রানবন্ত হাসিতে একাকার পৃথিবী।

চাঁদের আলোয় ওর জন্য অনেক কবিতা,
রম্যরসের উপমা, ছোট গল্প- কত ছন্দ
ভালোবাসার না বলা কথা লিখেছি-----
আজ সব এগারো বছরের অতীত!

ভেবেছিলাম, ভুল করেও আমার কথা বুঝি
                    কখনো তার মনে পড়ে না,
সব কিছু চাঁদে কলংক ভেবে আমি
পথ চলছি আর চলতেই থাকবো।
-----------------------------------------
২০/১০/২০১৬🖋️